Voter List | খসড়া তালিকা থেকে বাদ ৫৮ লক্ষ জনের নাম! আপনার নাম না থাকলে কী করবেন?

Tuesday, December 16 2025, 4:40 am
highlightKey Highlights

যদি নাম না থাকে? সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলে জানালেন রাজ্যে নিযুক্ত বিশেষ রোল অবজ়ার্ভার প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত।


আজ প্রকাশ হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা। কিন্তু তালিকায় যদি নাম না থাকে? সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই বলে জানালেন রাজ্যে নিযুক্ত বিশেষ রোল অবজ়ার্ভার প্রাক্তন আমলা সুব্রত গুপ্ত। তিনি বলেন, ‘কেউ নাম বাদ চলে গিয়েছে দেখলে Form 6 পূরণ করে উপযুক্ত নথি দিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।’ উল্লেখ্য, খসড়া তালিকা থেকে বাদ পড়ছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন। এই তালিকায় মূলত মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম রয়েছে। কিছু নাম রয়েছে যাঁরা এনিউমারেশন ফর্ম পূরণ করেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File