Naihati Boromaa । এবার কোন তিথিতে হবে বড়মার পুজো? জেনে নিন নৈহাটির বড়কালীর পুজোর নির্ঘন্ট
Wednesday, October 23 2024, 2:34 pm
Key Highlightsবড়মার মাহাত্ম্য এখন মুখে মুখে। কখন পুজো, কখনই বা অঞ্জলি দেখে নিন এক নজরে ।
৩১শে অক্টোবর, বৃহস্পতিবার বড়মার পুজো শুরু হবে দুপুর ৩টে ৯মিনিটে, শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯মিনিটে। যদিও, কাল থেকেই খুলে যাচ্ছে মানতের পুজো নেওয়ার কাউন্টার। ৩১ শে অক্টোবর সকাল অবধি নেওয়া হবে পুজো। পুষ্পাঞ্জলি হবে সেদিন রাত্রি ১টায়। অঞ্জলীর ফুল নিয়ে আসতে হবে বাড়ি থেকেই। ৩০ অক্টোবর ভোর থেকে ৩১শে অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত দন্ডি কাটা যাবে। ১লা নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ৩টে অবধি কুপনের প্রসাদ বিতরণ করা হবে।
- Related topics -
- অন্যান্য
- পুজো ও উৎসব
- কালীপূজা
- নৈহাটী
- বড়মা

