Nagpur | গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে নাগপুর! অশান্তিতে জখম ১৫ জন পুলিশ কর্মী-সহ ৫ আমজনতা! জারি কারফিউ!

Tuesday, March 18 2025, 5:11 am
Nagpur | গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে নাগপুর! অশান্তিতে জখম ১৫ জন পুলিশ কর্মী-সহ ৫ আমজনতা! জারি কারফিউ!
highlightKey Highlights

সোমবার মহারাষ্ট্রের নাগপুরে সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী এবং ৫ আমজনতা


দুই গোষ্ঠীর সংঘর্ষে জ্বলছে নাগপুর! সোমবার মহারাষ্ট্রের নাগপুরে সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন ১৫ জন পুলিশ কর্মী এবং ৫ আমজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কারফিউও। সূত্রের খবর, মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সোমবার অশান্তির সূত্রপাত তেমনই এক কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয়। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়। এরপরই এলাকাজুড়ে অশান্তি ছড়ায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File