Nadia Train Accident | প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৪ জনের!
Saturday, December 20 2025, 7:02 am
Key Highlightsগুরুতর অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ৪ জনের। আহত আরও দুই। সূত্রের খবর, মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মোদির সভায় যোগ দিতেই তাঁরা নদিয়ার তাহেরপুরে এসেছিলেন। এদিন ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময় ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় লাইনে ছিটকে পড়েন চারজন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় উত্তেজনার পারদ চড়ছে মতুয়াগড় হিসাবে পরিচিত তাহেরপুরে।
- Related topics -
- রাজ্য
- নদীয়া
- মুর্শিদাবাদ
- নরেন্দ্র মোদি
- ট্রেন দুর্ঘটনা
- মৃতদেহ

