Nabanna | ২০২৬ সালে কবে কবে ছুটি? হলি-ডে ক্যালেন্ডার প্রকাশ করলো নবান্ন!

রাজ্য সরকারের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি এবং রাজ্যের ছুটি) মোট ৫১ দিনের ছুটি রয়েছে।
২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করলো নবান্ন। রাজ্য সরকারের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে (এনআই অ্যাক্টে ছুটি এবং রাজ্যের ছুটি) মোট ৫১ দিনের ছুটি রয়েছে। তবে এর মধ্যে ২৩ জানুয়ারি একই সঙ্গে নেতাজি জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো পড়েছে। অন্যদিকে, ১ মে একই সঙ্গে শ্রমিক দিবস এবং বু্দ্ধ পূর্ণিমা পড়েছে। এর ফলে ৫১টি উপলক্ষে ছুটি হলেও আদতে ৪৯ দিন ছুটি পাওয়া যাচ্ছে। দুর্গাপুজো উপলক্ষ্যে ১০ অক্টোবর মহালয়া এবং ১৫ অক্টোবর চতুর্থী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত ছুটি রয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নবান্ন
