Supreme Court Judge from Manipur । ইতিহাসে প্রথম! মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং!

Tuesday, July 16 2024, 1:35 pm
Supreme Court Judge from Manipur । ইতিহাসে প্রথম! মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং!
highlightKey Highlights

প্রথম ইতিহাস গড়ে মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং।


তৈরী হলো নতুন ইতিহাস। প্রথম ইতিহাস গড়ে মণিপুর থেকে আসা প্রথম বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হলেন এন কোটিশ্বর সিং। সুপ্রিম কোর্টের কোলেজিয়ামের তরফে বিচারপতি এন কোটিশ্বর সিং, ও আর মহাদেবনের নামের সপক্ষে সুপারিশ গিয়েছিল কেন্দ্রের কাছে। এরপর কলেজিয়ামের সেই সুপারিশে সায় দিয়ে এই দুই নামে শিলমোহর দিয়েছে কেন্দ্র। এর সঙ্গে এই দুই বিচারপতির নাম সংযুক্ত হওয়ার ফলে সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা দাঁড়াল ৩৪।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File