Ahmedabad | আমেদাবাদে ম্যারিটাইম অফিসারের রহস্যমৃত্যু, স্ত্রীকে খুন করে আত্মঘাতী? ঘনাচ্ছে রহস্য

Thursday, January 22 2026, 3:38 pm
Ahmedabad | আমেদাবাদে ম্যারিটাইম অফিসারের রহস্যমৃত্যু, স্ত্রীকে খুন করে আত্মঘাতী? ঘনাচ্ছে রহস্য
highlightKey Highlights

সূত্রের খবর, মাত্র দু'মাস আগে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি ছিল যশরাজসিংয়ের দ্বিতীয় বিয়ে।


আমেদাবাদে যুগলের রহস্যমৃত্যু। মৃতদের নাম যশরাজসিং গোহিল (৩৩) এবং রাজেশ্বরীবা জাদেজা (৩০)। পুলিশের অনুমান, নিজের স্ত্রীকে গুলি করে আত্মঘাতী হয়েছেন যশরাজসিং। সূত্রের খবর, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে অ্যাম্বুল্যান্স চেয়ে ১০৮ এমার্জেন্সি নম্বরে ফোন করেছিলেন যশরাজসিং। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক তাঁর স্ত্রী রাজেশ্বরীবার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। এমার্জেন্সি টিম ফ্ল্যাট ছাড়ার পরে যশরাজসিং গোহিল নিজেকে গুলি করেন বলে জানা গিয়েছে। যশরাজ গুজরাট ম্যারিটাইম বোর্ডের অফিসার ছিলেন। মাত্র দু'মাস আগে তিনি বিয়ে করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File