Jadavpur University । গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের, মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রে রহস্যমৃত্যু। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো কলেজে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম প্রতীপকুমার মান্না। পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা তিনি। ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ছিলেন প্রতীপকুমার। সূত্রের খবর, বৃহস্পতিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রতীপ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর দেওয়া হয় পরিবারকে। পরিবার হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর কারণ ঘিরে তৈরী হয়েছে ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ।