Yuzvendra Chahal | 'আমার জীবন তাকে কেন্দ্র করেই..'মাহভাশের প্রেমেই ডুবেছেন চাহাল? রিলেই মিললো ইঙ্গিত!

Thursday, April 3 2025, 2:04 pm
highlightKey Highlights

সম্প্রতি মাহভাশ একটি রিল পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন কীভাবে তার জীবনের কেন্দ্রবিন্দু হবেন তার পুরুষ সঙ্গী।


সম্প্রতি ধনশ্রী বর্মার সঙ্গে সরকারিভাবে ডিভোর্স সেরেছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। যদিও তার আগের থেকেই আরজে মাহভাশের সঙ্গে চাহালের নতুন সম্পর্কের গুঞ্জন রটে গিয়েছিলো। এবার সেই গুঞ্জনই আরও তীব্রতা পেলো। সম্প্রতি মাহভাশ একটি রিল পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন কীভাবে তার জীবনের কেন্দ্রবিন্দু হবেন তার পুরুষ সঙ্গী। আর সেই রইল লাইক করেছেন স্বয়ং চাহাল। আর সেই দেখেই নেটপাড়ায় গুঞ্জন, রিলে চাহালের কথাই বলতে চেয়েছেন আরজে মাহভাশ। এক নেটিজেন লিখছেন, ‘কোণে বসে ইউজি ভাই হাসছেন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File