নতুন কালেকশন লঞ্চ করে ট্রোলের সম্মুখীন হলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
Monday, August 16 2021, 1:28 pm
Key Highlightsপ্রথমবার আন্তর্জাতিক পোশাক সংস্থা হাই স্ট্রিট সুইডিশ ব্র্যান্ড 'এইচ অ্যান্ড এম'-এর সঙ্গে জোট বেঁধে নিজেদের নতুন কালেকশন লঞ্চ করলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। প্রথমবার এই বিখ্যাত সুইডিশ ব্র্যান্ড ‘শাড়ি’ লঞ্চ করেছে। ‘নোম্যাড’ সংস্কৃতির অন্তর্ভুক্ত এই কালেকশনটির নাম দেওয়া হয়েছে ‘Wanderlust Collection'। আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যের ও ছোঁয়া রয়েছে এই সকল পোশাকে। দাম ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা থেকে শুরু করে ৯,৯৯৯ টাকা পর্যন্ত। পোশাক প্রকাশ্যে আসতেই এই সেলেব ডিজাইনারকে চরম ট্রোলিংয়ের মুখোমুখি হতে হল। চর্চায় উঠে এসেছে এই ‘Wanderlust Collection' কালেকশনে সব্যসাচীর ডিজাইন করা সাদা-মেরুন কম্বিনেশনের একটি শাড়ি যা নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছে শাড়ীটির ডিজাইন এবং দাম নিয়ে।
- Related topics -
- ফ্যাশন
- ফ্যাশন ডিজাইনার
- সব্যসাচী মুখোপাধ্যায়
- এইচ অ্যান্ড এম

