দেশ

রজঃস্বলা হলেই বিয়ের যোগ্য সব মুসলিম মেয়ে, মুসলিম পার্সোনাল ল’ মেনে এক রায় ঘোষণা করল হাইকোর্ট

রজঃস্বলা হলেই বিয়ের যোগ্য সব মুসলিম মেয়ে, মুসলিম পার্সোনাল ল’ মেনে এক রায় ঘোষণা করল হাইকোর্ট
Key Highlights

মুসলিম মেয়ের বয়স ১৮ বছরের কম হলেও তিনি যদি রজঃস্বলা হন তবে নিজের ইচ্ছাতেই করতে পারবেন বিয়ে। মুসলিম পার্সোনাল ল’ মেনেই এই সিদ্ধান্ত বলে জানায় হাইকোর্ট। পাঞ্জাবের এক মুসলিম দম্পতির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছেন বিচারপতি অলকা সারিন। মুসলিম মেয়েদের বিয়ে নিয়ে এই রায়দানের সময়ে 'প্রিন্সিপল অব মহামেডান ল' বইয়ের ১৯৫ ধারা উদ্ধৃত করেন বিচারপতি। ওই ধারা অনুযায়ী, রজঃস্বলা হলেই নিজের পছন্দ মতো ব্যক্তিকে বিয়ের যোগ্য সব মুসলিম মেয়েই।