Yemen | শেষ মুহূর্তে পিছিয়ে গেলো ফাঁসি! নিমিশা প্রিয়ার বাঁচাতে এগিয়ে এলেন মুসলিম ধর্মগুরু!

শেষ মুহূর্ত পিছিয়ে গেলো কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল।
শেষ মুহূর্ত পিছিয়ে গেলো কেরলের বাসিন্দা নিমিশা প্রিয়ার ফাঁসি। ১৬ জুলাই তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। তাহলে রাতারাতি কী হলো? জানা গিয়েছে, নিমিশা প্রিয়াকে বাঁচাতে সুন্নি সম্প্রদায়ের মুসলিম ধর্মগুরু কান্দাপুরম এপি আবুবকর মুসলিয়ার ইয়েমেনের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেন। এরপরই ইয়েমেনের ধর্মগুরু শেখ উমর হাফিজ কথা বলেন নিমিশা যেখানে কাজ করতেন সেই পরিবারের প্রধান তালাল আবদুল মেহদির সঙ্গে। সেই আলোচনাতেই শেষ মুহূর্তে নিমিশার ফাঁসি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- মৃত্যুদণ্ড
- ফাঁসি