Meerut Murder Case | ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক! Google থেকে মুসকান শেখে খুনের পদ্ধতি! প্রেসক্রিপশন বদলে আনে ঘুমের ওষুধ!
Monday, March 24 2025, 11:02 am

প্রায় ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক কষে তার স্ত্রী মুসকান। মুরগি কাটার কথা বলে, ২টি ছুরি কেনে সে। গুগলে সার্চ করে শেখে খুনের পদ্ধতি!
মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনের ঘটনায় শিউরে দেওয়া তথ্য এলো সামনে। তদন্তে জানা গিয়েছে, প্রায় ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক কষে তার স্ত্রী মুসকান। মুরগি কাটার কথা বলে, ২টি ছুরি কেনে সে। গুগলে সার্চ করে শেখে খুনের পদ্ধতি! খুনের পর দেহ লোপাট করতে কেনে ১১০০ টাকা দিয়ে ড্রাম। সৌরভকে খুন করার জন্য তাঁর প্রেসক্রিপশন পর্যন্ত পালটে দেয় মুসকান! বদলে দেওয়া প্রেসক্রিপশন দেখিয়ে ঘুমের ওষুধ ইনজেকশন কেনে মুসকান। এরপর সৌরভ অচৈতন্য হয়ে গেলে তার বুকের উপর চড়ে বসে ৩ বার ছুরি ঢুকিয়ে দেয় মুসকান।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ক্রাইম
- খুন