Yunus | শেখ হাসিনার বাসভবনেই তৈরী হবে 'গণ অভ্যুত্থান' নিয়ে মিউজিয়াম : নির্দেশ ইউনুসের

Monday, October 28 2024, 5:50 pm
Yunus | শেখ হাসিনার বাসভবনেই তৈরী হবে 'গণ অভ্যুত্থান' নিয়ে মিউজিয়াম : নির্দেশ ইউনুসের
highlightKey Highlights

গণভবনেই তৈরি হবে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান নিয়ে মিউজিয়াম বা সংগ্রহশালা।


গণভবনেই তৈরি হবে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান নিয়ে মিউজিয়াম বা সংগ্রহশালা। সোমবার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে ঢাকা শহরের গণভবন পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তাঁর নির্দেশ, আগামী দিনে এই গণভবনে যে সংগ্রহশালা গড়ে তোলা হবে, সেখানে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের পাশাপাশি বহু চর্চিত আয়নাঘরেরও প্রতীকী উপস্থাপনা তৈরি করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন এই গণভবনই ছিল শেখ হাসিনার বাসভবন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File