Murder in Kolkata | ভরসন্ধ্যায় শহর কলকাতায় খুন! প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে মিললো রক্তাক্ত মৃতদেহ

প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার।
শনিবার সন্ধ্যাবেলা প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে রেল পুলিশ। কলকাতা পুলিশ এসে পরীক্ষা করে জানায় দেহে আর প্রাণ নেই। মৃতের পকেট থেকে একটি ঘড়ি এবং একটি কাঁচি পাওয়া গিয়েছে। প্লাটফর্মে পড়ে ছিল চাপ চাপ রক্ত। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্টেশনের চারপাশে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- খুন
- মৃত্যু