New Town Rape Case | ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন! নিউ টাউনে নাবালিকা দেহ উদ্ধারের ঘটনায় যুক্ত পূর্ব পরিচিতরা?
Saturday, February 8 2025, 5:57 pm
Key Highlightsময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রথমে ধর্ষণ করা হয় নাবালিকাকে। পরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়।
ধর্ষণ করে খুন! নিউ টাউনে নাবালিকা দেহ উদ্ধারের ঘটনায় সামনে এলো নয়া তথ্য! ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রথমে ধর্ষণ করা হয় নাবালিকাকে। পরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। নাবালিকার শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তার তদন্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা গিয়েছে, রাতে বাড়ি থেকে বার হওয়ার পরে গৌরাঙ্গনগরে একটি মোটরবাইকে ওঠে ১৪ বছরের ওই নাবালিকা। বাইকে চালক সহ ২ যুবক ছিল। পুলিশের অনুমান, পূর্ব পরিচিতরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- ক্রাইম
- ধর্ষণ
- খুন

