Ranveer Allahabadia | 'বাবা মায়ের যৌন জীবন' নিয়ে প্রশ্ন! এবার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছলো পুলিশ! জল গড়াল পার্লামেন্টেও!
Tuesday, February 11 2025, 8:34 am

‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোয়ে 'বাবা মায়ের যৌন জীবন' নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কের মুখে বিয়ারবাইসেপ খ্যাত রণবীর এলাহাবাদিয়া।
‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোয়ে 'বাবা মায়ের যৌন জীবন' নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কের মুখে বিয়ারবাইসেপ খ্যাত রণবীর এলাহাবাদিয়া। তাঁর বক্তব্য ভাইরাল হতেই ওঠে নিন্দার ঝড়। পরে একটি ভিডিও পোস্ট করে ক্ষমাও চাইলেও পার পেলেন না রণবীর। এবার ইউটিউবারের বাড়িতে পৌঁছল মুম্বই পুলিশ! এমনকি তথ্য প্রযুক্তি মন্ত্রকের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিও সমন পাঠাতে পারে তাকে। সেক্ষেত্রে হাজিরা দিতে হতে পারে ইউটিউবারকে। অন্যদিকে, অসম পুলিশেও এলাহাবাদিয়ার ও সময় রায়নার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। মুম্বই পুলিশও তদন্ত করছে।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- সোশ্যাল মিডিয়া
- মুম্বাই পুলিশ
- ভাইরাল
- ভারতীয় পার্লামেন্ট