MI vs LSG | ভরদুপুরে ওয়াংখেড়েতে পন্থ ম্যাজিক? মোকাবিলার জন্যে তৈরী হার্দিক পান্ডিয়া
Sunday, April 27 2025, 5:06 am

ভরদুপুরে খেলতে নামছেন জসপ্রীত বুমরা, বিপক্ষে তরুণ তুর্কি শার্দূল ঠাকুর। একনজরে দুদলের সম্ভাব্য একাদশ।
ভরদুপুরে খেলতে নামছেন জসপ্রীত বুমরা, বিপক্ষে তরুণ তুর্কি শার্দূল ঠাকুর। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর। লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, আবেশ খান, প্রিন্স যাদব/মায়াঙ্ক যাদব।
- Related topics -
- খেলাধুলা
- ipl
- আইপিএল
- আইপিএল ২০২৫
- মুম্বাই ইন্ডিয়ান্স
- লখনউ সুপার জায়ান্ট
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- জসপ্রীত বুমরাহ
- জাসপ্রিত বুমরা
- যশপ্রীত বুমরাহ
- সূর্যকুমার যাদব