MI vs LSG | ভরদুপুরে ওয়াংখেড়েতে পন্থ ম্যাজিক? মোকাবিলার জন্যে তৈরী হার্দিক পান্ডিয়া

Sunday, April 27 2025, 5:06 am
MI vs LSG | ভরদুপুরে ওয়াংখেড়েতে পন্থ ম্যাজিক? মোকাবিলার জন্যে তৈরী হার্দিক পান্ডিয়া
highlightKey Highlights

ভরদুপুরে খেলতে নামছেন জসপ্রীত বুমরা, বিপক্ষে তরুণ তুর্কি শার্দূল ঠাকুর। একনজরে দুদলের সম্ভাব্য একাদশ।


ভরদুপুরে খেলতে নামছেন জসপ্রীত বুমরা, বিপক্ষে তরুণ তুর্কি শার্দূল ঠাকুর। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর। লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, আবেশ খান, প্রিন্স যাদব/মায়াঙ্ক যাদব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File