খেলাধুলা

MI vs CSK | ভরসন্ধ্যায় মুখোমুখি মুম্বাই এবং চেন্নাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

MI vs CSK | ভরসন্ধ্যায় মুখোমুখি মুম্বাই এবং চেন্নাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ
Key Highlights

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আজ খেলছেন কারা কারা?

আজ আইপিএলের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি মুম্বাই এবং চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর/অশ্বিনী কুমার। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: রাচিন রবীন্দ্র, শেখ রশিদ, রাহুল ত্রিপাঠী/আয়ুষ মাহত্রে, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, জেমি ওভার্টন/ডিওয়াল্ড ব্রেভিস, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা।