Bipin Singh | পেলে-মারাদোনার আদলে বিপিন সিংয়ের 'জার্সি রিটায়ার' মুম্বই সিটি এফসির!
Saturday, May 31 2025, 5:10 pm
Key Highlightsমুম্বই সিটি এফসি সিদ্ধান্ত নিয়েছে বিপিন সিংয়ের জার্সি রিটায়ার করার।
কিংবদন্তি ফুটবলারদের 'জার্সি রিটায়ার' করে ক্লাবগুলি অর্থাৎ ওই নম্বরের জার্সি পরে আর দেওয়া হয়না কোনও ফুটবলারকেই। দিয়েগো মারাদোনা থেকে পেলে সবারই জার্সি রিটায়ার করা হয়েছে। এবার এই তালিকায় নাম উঠলো মুম্বই সিটি এফসির বিপিন সিংয়ের। এদিন মুম্বাই সিটি এফসির তরফে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য, ৭ বছর মুম্বই সিটি এফসিতে খেলেছেন বিপিন সিং। ১৫৮টি ম্যাচ খেলেছেন মুম্বইয়ের জার্সিতে। জিতেছেন ২টি ISL কাপ ও লিগ শিল্ড।

