Mohammedan vs Mumbai City | ৯ মিনিটের ঝড়ে উড়ে গেল মহামেডান! মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে পরাজিত সাদাকালো ব্রিগেড
Sunday, January 26 2025, 6:05 pm

মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৯ মিনিটের ঝড়ে স্রেফ উড়ে গেল মহামেডানের ডিফেন্স।
মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৯ মিনিটের ঝড়ে স্রেফ উড়ে গেল মহামেডানের ডিফেন্স। গত চার ম্যাচে অপরাজিত থেকে, তিনটিতে ক্লিনশিট রেখে এদিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন আন্দ্রে চেরনিশভের ছাত্ররা। ৩:০ ফলে পর্যুদস্ত হল সাদাকালো শিবির। ম্যাচের প্রথমার্ধে টানটান লড়াই হয় দুই দলের মধ্যে। হাড্ডাহাড্ডি টক্করের ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট। তবে হাফ টাইমের পরে মেন্ডোজাকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় মুম্বই। এরপরই পর পর ৩টি গোল দেয় মুম্বই সিটি এফসি।