দেশ

Mumbai | 'বিসর্জনের দিনই উড়ে যাবে মুম্বই, ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ৩৪ মানববোমা'!- হুমকি দিতেই গ্রেপ্তার বিহারি প্রৌঢ়

Mumbai | 'বিসর্জনের দিনই উড়ে যাবে মুম্বই, ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ৩৪ মানববোমা'!- হুমকি দিতেই গ্রেপ্তার বিহারি প্রৌঢ়
Key Highlights

‘লস্কর-ই-জেহাদি’ নামক সংগঠনের নামে মিলেছিল হুমকি। তদন্তে নেমে এক বিহারী প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিশ।

স্বপ্নশহর মুম্বইতে তৎপর ‘লস্কর-ই-জেহাদি’ সংগঠন? মুম্বই পুলিশ সূত্রে খবর, শুক্রবার ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে। তাতে জানানো হয় ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ঢুকে পড়েছে ৩৪ মানববোমা। গণেশপুজোর বিসর্জনের দিন ছারখার হয়ে যাবে গোটা শহর। অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে। মেসেজটি নয়ডা থেকে এসেছিল। এরপরই শহরে হাই অ্যালার্ট জারি করে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার ভোরে উত্তরপ্রদেশের নয়ডা থেকে অশ্বিন কুমার সুপ্রা নামের বছর পঞ্চাশের প্রৌঢ়কে গ্রেপ্তার করা হয়েছে।