রাজ্য

Howrah Train Cancel | ২৩ জানুয়ারি থেকে হাওড়ায় একাধিক ট্রেন বাতিল! ভোগান্তিতে ব্যান্ডেল-শ্রীরামপুরের যাত্রীরা

Howrah Train Cancel | ২৩ জানুয়ারি থেকে হাওড়ায় একাধিক ট্রেন বাতিল! ভোগান্তিতে ব্যান্ডেল-শ্রীরামপুরের যাত্রীরা
Key Highlights

২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত একাধিক শাখায় বাতিল বহু ট্রেন।

ফের ভোগান্তি রেলযাত্রীদের। হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে ব্রিজে কাজের জন্য আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত একাধিক শাখায় বাতিল বহু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়া লাইনে বাতিল মোট ১৫টি লোকাল ট্রেন। শেওড়াফুলি থেকে হাওড়া লাইনে বাতিল মোট ১১টি লোকাল। বেলুড় মঠ থেকে হাওড়া লাইনে ২টি ও শ্রীরামপুর থেকে হাওড়া ২টি করে ট্রেন বাতিল। ৩৭২০২ ব্যান্ডেল থেকে হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশ্যালও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে।