Howrah Train Cancel | ২৩ জানুয়ারি থেকে হাওড়ায় একাধিক ট্রেন বাতিল! ভোগান্তিতে ব্যান্ডেল-শ্রীরামপুরের যাত্রীরা
Wednesday, January 22 2025, 8:02 am
 Key Highlights
Key Highlights২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত একাধিক শাখায় বাতিল বহু ট্রেন।
ফের ভোগান্তি রেলযাত্রীদের। হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে ব্রিজে কাজের জন্য আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত একাধিক শাখায় বাতিল বহু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়া লাইনে বাতিল মোট ১৫টি লোকাল ট্রেন। শেওড়াফুলি থেকে হাওড়া লাইনে বাতিল মোট ১১টি লোকাল। বেলুড় মঠ থেকে হাওড়া লাইনে ২টি ও শ্রীরামপুর থেকে হাওড়া ২টি করে ট্রেন বাতিল। ৩৭২০২ ব্যান্ডেল থেকে হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশ্যালও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাতিল থাকছে।
-  Related topics - 
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া জেলা
- হাওড়া স্টেশন
- ভারতীয় রেল
- লোকাল ট্রেন
- ট্রেন

 
 