Dhanmondi 32 | শেখ মুজিবরের ধানমন্ডির বাড়ি থেকে উদ্ধার হাড়গোড়! চাঞ্চল্যকর দাবি বাংলাদেশের মিডিয়ার!

Monday, February 10 2025, 8:17 am
Dhanmondi 32 | শেখ মুজিবরের ধানমন্ডির বাড়ি থেকে উদ্ধার হাড়গোড়! চাঞ্চল্যকর দাবি বাংলাদেশের মিডিয়ার!
highlightKey Highlights

বাংলাদেশে একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, CID নাকি জানিয়েছে, ভাঙচুর হওয়া শেখ মুজিবরের ধানমান্ডির বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাড়গোড়!


'বঙ্গবন্ধু' শেখ মুজিবর রহমানের ধানমান্ডি ৩২ এর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা শোরগোল পরে গোটা বাংলাদেশ এমনকি ভারতেও। তবে এবার বাংলাদেশে একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, CID নাকি জানিয়েছে, ভাঙচুর হওয়া শেখ মুজিবরের ধানমান্ডির বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাড়গোড়! সদ্য, ওই বাড়িতে নমুনা প্রমাণ সংগ্রহের কাজ করতে উপস্থিত হয় CIDর ক্রাইম সিন ইউনিট। এরপরই নাকি হাড়গোড় পাওয়া যায়। তবে সেটি মানুষের না কি অন্য কোনও প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File