শহর কলকাতা

Local Trains Cancelled | ছুটির দিনে বাতিল একাধিক লোকাল ট্রেন, হাওড়া ডিভিশনে ভোগান্তির আশঙ্কা

Local Trains Cancelled | ছুটির দিনে বাতিল একাধিক লোকাল ট্রেন, হাওড়া ডিভিশনে ভোগান্তির আশঙ্কা
Key Highlights

নানাবিধ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের কারণেই ট্রেন বাতিল বলে রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে।

৩০ তারিখ রবিবার হাওড়া ডিভিশনে নানাবিধ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের কারণে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হল। যে সমস্ত ট্রেন বাতিল হচ্ছে= হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩। ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, বর্ধমান থেকে: ৩৬৮৩৪, শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬, আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬। ৩৭৩৬৫ হাওড়া টু আরামবাগ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। ট্রেনটি তারকেশ্বর স্টেশন পর্যন্ত যাবে। চরম ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের।