Local Train । সপ্তাহান্তে প্রায় ৭ ঘণ্টা একাধিক লোকাল ট্রেন বাতিল, ভোগান্তির আশংকা নিত্যযাত্রীদের

Friday, December 27 2024, 3:00 am
Local Train । সপ্তাহান্তে প্রায় ৭ ঘণ্টা একাধিক লোকাল ট্রেন বাতিল, ভোগান্তির আশংকা নিত্যযাত্রীদের
highlightKey Highlights

দমদম স্টেশনে ডাউন লাইনে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। শনি ও রবিবার মিলিয়ে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর।


শনি ও রবিবার দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের জেরে ডাউন লাইনে ৪৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে খবর। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। শনিবার রাতে এবং রবিবার সকালে আপ শিয়ালদা ডানকুনি লোকাল এবং ডাউন ডানকুনি শিয়ালদা লোকাল বাতিল থাকবে। বনগাঁ শিয়ালদা লোকাল, ৩৩৬৫৪ হাবরা শিয়ালদা, ৩৩৬১৮ দত্তপুকুর শিয়ালদা, হাসনাবাদ শিয়ালদা লোকাল চলবে না। আর কোন ট্রেন বাতিল হচ্ছে নিশ্চিত জানতে রেলের নোটিশগুলির উপর লক্ষ্য রাখুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File