Local Train | সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন বাতিল! দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন
হাওড়া বর্ধমান কর্ড লাইনে রবি ও সোমবার একাধিক লোকাল ট্রেন বাতিল!
ফের ট্রেন যাত্রীদের ভোগান্তি। হাওড়া বর্ধমান কর্ড লাইনে রবি ও সোমবার একাধিক লোকাল ট্রেন বাতিল! পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার আপ কর্ড লাইনে ৬টি হাওড়া বর্ধমান লোকাল, ৪টি হাওড়া মশাগ্রাম লোকাল, ১ টি হাওড়া গুড়াপ লোকাল, ৪টি হাওড়া চন্দনপুর লোকাল ও ১টি হাওড়া বারুইপাড়া লোকাল সহ মোট ১৬টি আপ ট্রেন বাতিল করা হয়েছে। ১৬ তারিখ সোমবার আপ ও ডাউন কর্ড লাইনের মোট ৩ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।
- Related topics -
- ভারতীয় রেল
- লোকাল ট্রেন
- ট্রেন
- ট্রেন বাতিল
- হাওড়া স্টেশন