Radhika Marchant । তবে কি আম্বানি পরিবারে আসছে নতুন অতিথি? সুখবর দিলো ছোটবউ রাধিকা
Thursday, November 7 2024, 3:12 pm
Key Highlightsবিয়ের তিন মাস কাটতে না কাটতেই মা হচ্ছেন আম্বানি পরিবারের ছোটোবউ রাধিকা।
চলতি বছরের জুলাই মাসে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সাথে রাজকীয় ভাবে বিয়ে হয়েছে রাধিকা মার্চেন্টের।কিছু দিন আগে, বেশ কিছু অনুষ্ঠানে রাধিকাকে পেটে হাত দিয়ে ছবি তুলতে দেখা যায়। আর তাতেই, আম্বানির ছোটবৌমা নাকি অন্তঃসত্বা, এমনই গুঞ্জন উঠেছে বলিউড অন্দরে। তবে, সম্প্রতি একটি দিওয়ালি পার্টিতে একটি প্যাস্টেল রঙের ডিজাইনার শাড়িতে ধরা দিয়েছিলেন রাধিকা। সেই ছবি থেকেই স্পষ্ট, তাঁর মা হওয়ার খবরের সবটাই জল্পনা।
- Related topics -
- বিনোদন
- মুকেশ আম্বানি
- নিতু আম্বানি
- জিও
- বলিউড

