Seven Sister Economic Corridor | বাংলাদেশের মুখে উল্টো সুর! ভারতের সেভেন সিস্টারের বাণিজ্যপথ খুলে দেওয়ার কথা বললেন ইউনুস!
Monday, February 17 2025, 9:57 am

ভারতের সেভেন সিস্টারের বাণিজ্যপথ খুলে দেওয়ার কথা বলছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
এতদিন সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল বাংলাদেশ। এবার ওপার বাংলার মুখে অন্য কথা। ভারতের সেভেন সিস্টারের বাণিজ্যপথ খুলে দেওয়ার কথা বলছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এক অনুষ্ঠানে সম্প্রতি ইউনূস বলেন,“ভারতের সেভেন সিস্টারে একসঙ্গে কাজ করব আমরা। আমাদের সমুদ্র বন্দর তাদের (ভারতের) মাল আনা নেওয়া করবে, তারাও আমাদের পণ্য আমদানি রফতানি করবে। তাদের ব্যবসা, আমাদের ব্যবসা সমৃদ্ধ হবে।” অনেকেই মনে করছেন, বাংলাদেশের আর্থিক দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই ভারতের সাহায্য নিতে আগ্রহী ইউনূসের সরকার।