ফের বাবা হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি! খুশির হাওয়া সোশ্যাল মিডিয়ায়
Saturday, October 16 2021, 3:52 pm
Key Highlightsএমএস ধোনির ফ্যানেরা একাধিক সুখবর পেলেন দসেরার দিন। একদিকে যেমন চতুর্থ বারের জন্য চেন্নাই সুপার কিংসকে আইপিএলের চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিলেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে ক্রিকেট গ্রহের প্রথম অধিনায়ক হিসাবে ৩০০ টি-২০ ম্যাচে দলকে অধিনায়কত্ব দেওয়ার বিশ্বরেকর্ড ও করলেন ধোনি। এই ট্রফি জয়ের আবহে সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা এক দারুণ খুশির খবর জানিয়েছেন ধোনির ফ্যানেদের। প্রিয়াঙ্কা বলছেন যে, সাক্ষী এখন অন্তঃসত্ত্বা। সাক্ষীর বেবি-বাম্পের ছবিও ভাইরাল হয়েছে। অর্থাৎ ফের বাবা হচ্ছেন ধোনি! এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ধোনি-সাক্ষীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা।
- Related topics -
- খেলাধুলা
- মহেন্দ্র সিংহ ধোনি
- ক্রিকেট
- ক্রিকেটার
- সিএসকে

