Bangladeshi MP Murder | দেহের চিহ্ন মেটাতে বাংলাদেশের সাংসদকে খুন করে গ্রাইন্ড করা হয়েছিল মেশিন দিয়ে! সামনে এলো ভয়াবহ তথ্য!

Thursday, June 20 2024, 10:24 am
Bangladeshi MP Murder | দেহের চিহ্ন মেটাতে বাংলাদেশের সাংসদকে খুন করে গ্রাইন্ড করা হয়েছিল মেশিন দিয়ে! সামনে এলো ভয়াবহ তথ্য!
highlightKey Highlights

বাংলাদেশের এমপি আনোয়ারুল আজম আনার খুনের ঘটনা সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসছে ক্রমশ, যা রীতিমত হাড়হিম করা।


বাংলাদেশের এমপি আনোয়ারুল আজম আনার খুনের ঘটনা সংক্রান্ত একাধিক তথ্য সামনে আসছে ক্রমশ, যা রীতিমত হাড়হিম করা। সিআইডির কাছে আসা তথ্য অনুযায়ী,  যাতে দেহের কোনও চিহ্ন না থাকে সেকারণে বাংলাদেশী  সাংসদের দেহাবশেষ মিট গ্রাইন্ডার দিয়ে পিষে ফেলা হয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন সিয়াম হোসেন নামে এক সন্দেহভাজন কলকাতার নিউ মার্কেট থেকে একটা গ্রাইন্ডার মেশিন কিনেছিল। সেটার দাম নিয়েছিল ২২০০ টাকা। সেই গ্রাইন্ডার মেশিন দিয়েই ওই এমপির দেহাবশেষ পেষাই করার ব্যবস্থা করেছিল অভিযুক্তরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File