খোলাচুলে ‘প্রকৃতি কন্যা’ মিমি, মাথার উপর সবুজের চাঁদোয়ায় ধরা দিলেন সুন্দরী।

Wednesday, November 18 2020, 12:46 pm
খোলাচুলে ‘প্রকৃতি কন্যা’ মিমি, মাথার উপর সবুজের চাঁদোয়ায় ধরা দিলেন সুন্দরী।
highlightKey Highlights

প্রকৃতির কোলে হারিয়ে গেলেন মিমি, নিমেষে ভাইরাল ছবি। এক টানা কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে বোধহয় হাঁপিয়ে উঠেছিলেন তাই জলপাইগুড়িতে পা রাখলেন সাংসদ-তারকা মিমি চক্রবর্তী। কালীপুজোর সময় বাড়ি ফিরেছেন তিনি। সতর্কতা মেনে পুজোর উদ্বোধনও করেছেন পাড়ার দাদাদের অনুরোধে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়েছে নিমেষে। মন ভরে মিষ্টির স্বাদ নিতেও দেখা গিয়েছে তাঁকে। ‘ছোট্ট বন্ধু’র সঙ্গে ব্যুমেরাং তৈরি করে ইনস্টাগ্রামে স্টোরিও দিয়েছেন অভিনেত্রী। উৎসব শেষ কিন্তু ছুটি ফুরোয়নি অভিনেত্রীর। সেই আনন্দ প্রাণ ভরে উপভোগ করতে তিনি কিছু সময়ের জন্য নিজেকে মেলে ধরেছিলেন প্রকৃতির মাঝে সেই ছবি পোস্টও করেছেন নিজের সোশ্যাল সাইটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File