India-Singapore | ডিজিটালাইজেশন, স্বাস্থ্যের বিষয়ে সহযোগিতা, স্কিল ডেভেলপমেন্ট সহ একাধিক ক্ষেত্রে মৌ সাক্ষরিত হলো সিঙ্গাপুর ও ভারতের মধ্যে
সিঙ্গাপুরে মোদী ও লরেন্স ওংয়ের বৈঠকে ডিজিটালাইজেশন, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও শিক্ষায় চুক্তি সাক্ষরিত হয়েছে।
মৌ চুক্তি সাক্ষরিত হলো সিঙ্গাপুর ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে মৌ চুক্তি সাক্ষরিত হয়। প্রথম মৌ চুক্তিটি সাক্ষরিত হয়েছে ভারত সরকারের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের সঙ্গে সিঙ্গাপুর সরকারের ডিজিটাল টেকনোলজি মন্ত্রকের। এই মৌ চুক্তির ফলে দু’দেশের মধ্যে ডিজিটাল টেকনোলজি, সাইবার সিকিউরিটি, ৫জি সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। স্বাস্থ্যের বিষয়ে সহযোগিতা এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়েও চুক্তি সাক্ষর হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- দেশ
- সিঙ্গাপুর
- চুক্তি স্বাক্ষর
- নরেন্দ্র মোদি