রাত পোহালেই নতুন ইতিহাস গড়তে চলেছে বিশ্বের বৃহত্তম মোতেরা ক্রিকেট স্টেডিয়াম
Tuesday, February 23 2021, 5:41 am

হাতে মাত্র আর একদিন, নবরূপে সজ্জিত আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে রাত পোহালেই মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড; যা হবে এই স্টেডিয়ামে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মোতেরা ওরফে বল্লবভাই প্যাটেল স্টেডিয়াম ১ লক্ষ ১০ হাজার ক্রিকেটপ্রেমীকে খেলা দেখার সুযোগ দিতে পারবে। তাছাড়া সব দিকেই থাকছে অভিনবত্ব এবং আধুনিকতা, রয়েছে ৭৬টি কর্পোরেট বক্স, যার প্রতিটিতে রয়েছে ২৫টি করে আসন, রয়েছে ইনডোর ক্রিকেট অ্যাকাডেমি। এই মুহূর্তে মতের স্টেডিয়াম হল পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তথা দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া স্টেডিয়াম।
- Related topics -
- আন্তর্জাতিক
- ক্রিকেট
- সর্দার প্যাটেল গুজরাট স্টেডিয়াম