Fast Track Court । 'দ্রুত বিচারে'র জন্য তৈরী ফাস্ট ট্র্যাক কোর্টেই জমে রয়েছে দু'লাখেরও বেশি মামলা
মামলাগুলি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে গেলে প্রতিদিন কমপক্ষে ৫৫৪ করে মামলার রায় দিতে হবে।
'দ্রুত বিচারে'র জন্য তৈরী হওয়া ফাস্ট ট্র্যাক কোর্ট প্রকল্প শুরু হওয়ার পর থেকে ৪,১৬,৬৩৮টি ধর্ষণ এবং পকসো মামলার মধ্যে ২,১৪,৪৬৩টি মামলা নিষ্পত্তি হয়েছে যা প্রায় ৫২ শতাংশ। এর মধ্যে দু লাখেরও বেশি মামলা এখনও জমে রয়েছে। এই সমস্ত জমে থাকা মামলাগুলি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে গেলে প্রতিদিন কমপক্ষে ৫৫৪ করে মামলার রায় দিতে হবে। অর্থাৎ প্রতি মিনিটে তিনটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। তবেই এক বছরের মধ্যে এই সব মামলা নিষ্পত্তি করা যাবে।
- Related topics -
- আইন
- ভারত
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- আদালত