Bomb Threat | শতাধিক বিমানে ফের বোমাতঙ্ক! অধিকাংশ হুমকিই আসছে ভারতের বাইরে থেকে

Wednesday, October 30 2024, 6:00 am
Bomb Threat | শতাধিক বিমানে ফের বোমাতঙ্ক! অধিকাংশ হুমকিই আসছে ভারতের বাইরে থেকে
highlightKey Highlights

বোমাতঙ্ক ছড়াতে যে ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলির নেপথ্যে ভিপিএন।


ফের বিমানে বোমাতঙ্ক! সূত্রের খবর, মঙ্গলবার স্রেফ এয়ার ইন্ডিয়ার ৩৬টি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। একইভাবে ইন্ডিগোর ৩৫ এবং ভিস্তারার ৩২টি বিমানে সতর্কতামূলক বার্তা এসেছে। এই নিয়ে গত ১৬ দিনে ৫১০ বিমানে বোমাতঙ্ক ছড়াল। জানা গিয়েছে, বোমাতঙ্ক ছড়াতে যে ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলির নেপথ্যে ভিপিএন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেই হুমকিবার্তা পাঠানো হচ্ছে। যে আইপি অ্যাড্রেসগুলি ব্যবহার করে বোমার হুমকিবার্তা পাঠানো হচ্ছে, তার ৭০ থেকে ৮০ শতাংশ আসছে ভারতের বাইরে থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File