Guillain Barre Syndrome | বিরল স্নায়ুর রোগ গুলেন বারিতে আক্রান্ত শতাধিক! মহারাষ্ট্রে মৃত্যু এক ব্যক্তির
Monday, January 27 2025, 7:17 am

মহারাষ্ট্রে বিরল স্নায়ুর রোগ গুলেন বারি আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির।
নতুন বছরে নতুন আতঙ্ক! মহারাষ্ট্রে বিরল স্নায়ুর রোগ গুলেন বারি আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক! সূত্রে খবর, বর্তমানে মহারাষ্ট্রে অন্তত ১০১ জন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত। তাঁদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। আক্রান্তদের ১৬ জনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। পুণে এবং পিম্পরি চিনচড় পাশাপাশি অবস্থিত এই দুই কর্পোরেশন এলাকাতেই ৯৫ জন গুলেন বারি আক্রান্তের সন্ধান মিলেছে বলে খবর। গুলেন বারি সিনড্রোমের মূল লক্ষণ হল অসাড়তা।
- Related topics -
- দেশ
- ভারত
- স্বাস্থ্য
- মহারাষ্ট্র
- পুনে
- রোগ
- স্নায়ু রোগ