SSC | চাকরিহারাদের জন্য এবার মাসিক ভাতা, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Saturday, April 26 2025, 12:19 pm
highlightKey Highlights

চাকরিহারাদের এবার মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


চাকরিহারাদের এবার মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ‘যতক্ষণ না আইনত কোনও ব্যবস্থা হচ্ছে, গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি কর্মীদের কোনও সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার, গ্ৰুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে।’ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের SSC র প্যানেল, যার ফলে বাতিল হয়েছে ২৬ হাজারের চাকরি। SSCর পুরো প্যানেল বাতিল করার কারণে শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হচ্ছে এপ্রিল মাস থেকেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File