MPox | মাঙ্কিপক্সে আক্রান্ত ১৪ হাজার! এখনও পর্যন্ত মৃত ৫২৪! এমপক্সের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন WHO

Tuesday, August 20 2024, 3:54 am
highlightKey Highlights

সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে।


ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে এমপক্স বা মাঙ্কিপক্স। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইতিমধ্যে আফ্রিকায় মাঙ্কিপক্সে ১৪ হাজার জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। মূলত ১৫ বছরের কম বয়সি মহিলা এবং শিশুদের মধ্যে মাঙ্কি পক্সের প্রাদূর্ভাব বেশি। এই রোগটি এখনও পর্যন্ত আফ্রিকার ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি দেশে মাঙ্কিপক্সের ঘটনা আগে কখনও ঘটেনি। বর্তমানে মাঙ্কিপক্সের নতুন রূপও দেখা যাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File