ISL | শিল্ডজয়ী মোহনবাগানের এবারের টার্গেট ISL ! সেমিফাইনালে মুখোমুখি চির-প্রতিদ্ধন্ধী মুম্বই সিটি?
Wednesday, March 12 2025, 5:11 am

ফাইনালে নয়, সেমিফাইনালেই মোলিনার টিমের মুখোমুখি হয়ে যেতে পারে মুম্বই সিটি।
শিল্ড জিতে কোচ মোলিনা বলেছিলেন এবার তাঁদের লক্ষ্য আইএসএল জয়। গতবার আইএসএলের ফাইনালে মুম্বই সিটির কাছে হেরেছিল মোহনবাগান। এবারও তাঁদের সামনে মুম্বই কাঁটা। তবে এবার সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে মোহনবাগান এবং মুম্বই সিটি। আইএসএলের লীগ পর্বে বেঙ্গালুরুকে ২:০ গোলে হারিয়েছে মুম্বাই। আইএসএলের দুই পর্বের সেমিফাইনাল হতে পারে ২-৩ এপ্রিল এবং ৬-৭ এপ্রিল। প্রথম সেমিফাইনালে মোহনবাগান খেলবে এক নম্বর প্লে অফ জয়ী টিম মুম্বই অথবা নর্থইস্টের বিরুদ্ধে।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- মোহনবাগান
- মুম্বাই সিটি এফসি
- মুম্বাই
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল
- আইএসএল