Mohun Bagan | যুবভারতী পুরো মোহনভারতী, অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান
Saturday, March 8 2025, 5:56 pm
Key Highlightsযুবভারতী পুরো মোহনভারতী। ঘরের মাঠে টানা এগারো জয়। যুবভারতীতে অপরাজেয় রেকর্ড রেখে লিগ শিল্ড জিতল মোহনবাগান।
গ্যালারি জুড়ে সবুজ মেরুন আবির। ঘরের মাঠে প্রথম পর্বে মুম্বই ম্যাচ ড্র করা ছাড়া বাকি সব জয়। আজ শনিবার লীগের শেষ ম্যাচে গোয়াকে ২:০ গোলে হারাল তাঁরা। ঘরের মাঠে টানা এগারোবার জিতে লীগ শিল্ড হাতে তুললো অপরাজেয় মোহনবাগান। তাঁর সাথে সাথে একমাত্র ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে সবমিলিয়ে ১০০০ পয়েন্ট এর রেকর্ড গড়লো সবুজ মেরুন ব্রিগেড। সমর্থকদের বাঁধভাঙা উচ্ছাসে ভাসলো যুবভারতী স্টেডিয়াম। গ্যালারি মুড়লো 'জয় মোহনবাগান। হোম অফ চ্যাম্পিয়ন্স।' টিফোতে।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- আইএসএল
- কলকাতা ডার্বি
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল

