Mohun Bagan vs Mohammedan | শুভাশিসের জোড়া গোলে ধ্বংস মহামেডান! ৪-০ গোলে জয় ছিনিয়ে নিলো মোহনবাগান
Saturday, February 1 2025, 5:57 pm
Key Highlightsচলতি আইএসএলে হোম ম্যাচে গোল করার ধারা বজায় রাখলো সবুজ মেরুন ব্রিগেড।
চলতি আইএসএলে হোম ম্যাচে গোল করার ধারা বজায় রাখলো সবুজ মেরুন ব্রিগেড। শনিবার রাতে মহামেডানের বিরুদ্ধে ৪:০ গোলে জয় পেলো মোহনবাগান। জোড়া গোল করলেন শুভাশিস বসু। আর একটু হলে হ্যাটট্রিকও করে ফেলতেন। এই জয়ের ফলে ৪৩ পয়েন্টে রয়েছে মোহনবাগান। এদিনের ম্যাচে মহামেডানের ডিফেন্ডাররা ভালো করে বুঝতেই পারলেন না, কোথায় দাঁড়াতে হয়! কার্যত সারাক্ষণ মোহনবাগান ফুটবলারদের পিছনে ঘুরঘুর করে গেলেন ইরশাদ, জুডিকা, সাজাদরা।

