Mohun Bagan | সেরা ফুটবলার আপুইয়া, ‘রত্ন’ পাচ্ছেন টুটু বোস! দেখুন মোহনবাগানের 'সেরা'দের তালিকা!

Tuesday, July 15 2025, 2:29 pm
Mohun Bagan | সেরা ফুটবলার আপুইয়া, ‘রত্ন’ পাচ্ছেন টুটু বোস! দেখুন মোহনবাগানের 'সেরা'দের তালিকা!
highlightKey Highlights

সেরা খেলোয়াড় সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস।


সেরা খেলোয়াড় সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বোস। ঠিক হয়েছে, মোহনবাগানের সেরা ফুটবলার : আপুইয়া, সেরা উদীয়মান ফুটবলার : দীপেন্দু বিশ্বাস, সেরা ফরওয়ার্ড : জেমি ম্যাকলারেন, ‘মোহনবাগান রত্ন’ সম্মান : টুটু বোস, সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য, সেরা সমর্থক: রিপন মণ্ডল, সেরা রেফারি: মিলন দত্ত, সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়, সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা, সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা, জীবনকৃতি: রাজু মুখোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File