Mohun Bagan | সমর্থকদের বড় উপহার দেবে মোহনবাগান! এবার ISL ও লিগ শিল্ড কাপের সঙ্গে তুলতে পারবেন ছবি!

নতুন বছরের প্রথম দিনে ক্লাব তাঁবুতেই রাখা থাকবে ISL এর ট্রফি। ফলে এবার শিল্ড ও কাপ, দু'টিকেই ক্লাব তাঁবুতে একসঙ্গে চাক্ষুষ করার সুযোগ পাবেন মোহনবাগান সমর্থকরা।
নববর্ষের আগেই ISL ট্রফি জিতে সমর্থকদের কার্যত উপহার দিয়েছে সবুজ মেরুন শিবির। এবার পয়লা বৈশাখে সমর্থকদের আরেক বড় উপহার দিতে চলেছে মোহনবাগান। কারণ নতুন বছরের প্রথম দিনে ক্লাব তাঁবুতেই রাখা থাকবে ISL এর ট্রফি। ফলে এবার শিল্ড ও কাপ, দু'টিকেই ক্লাব তাঁবুতে একসঙ্গে চাক্ষুষ করার সুযোগ পাবেন মোহনবাগান সমর্থকরা। দলের সচিব দেবাশিস দত্ত জানান, পয়লা বৈশাখে লিগ শিল্ড ও ISL এর কাপ, দুটিই আনা হবে ক্লাব টেন্টে। কেবল দুটি ট্রফি চাক্ষুস দেখাই নয়, বরং ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন সমর্থকরা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট