খেলাধুলা

Mohun Bagan | মোহনবাগানের নির্বাচন নিয়ে একযোগ হল দুপক্ষ, হাত মেলালেন সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত!

Mohun Bagan | মোহনবাগানের নির্বাচন নিয়ে একযোগ হল দুপক্ষ, হাত মেলালেন সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত!
Key Highlights

দুজনে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির স্বার্থেই দুপক্ষ এক হচ্ছেন এবং যে কমিটি তৈরি হবে, তা মোহনবাগানের সেরা একাদশ হিসেবে কাজ করবে।

মোহনবাগানের উন্নতির স্বার্থে এক হলেন সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত। আজ ছিল মোহনবাগান নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৃঞ্জয় বোস মনোনয়ন পেশ করলেও দেবাশিস দত্ত করেননি। ফলে সৃঞ্জয় বোসের সচিব হওয়া কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে সভাপতি হতে পারেন দেবাশিস দত্ত। এদিন দুজনে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির স্বার্থেই দুপক্ষ এক হচ্ছেন এবং যে কমিটি তৈরি হবে, তা মোহনবাগানের সেরা একাদশ হিসেবে কাজ করবে।