Super Cup | শনিতেই সুপার কাপে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল! কার বিরুদ্ধে খেলবে দুই দল? খেলা দেখবেন কোথায়?

Friday, October 24 2025, 5:52 pm
highlightKey Highlights

তবে সুপার কাপের ম্যাচগুলি কোথায় দেখা যাবে, যা নিয়ে চূড়ান্ত আগ্রহ দুই দলের ফুটবল প্রেমীদের মধ্যে।


শনিবার (২৫ অক্টোবর) সুপার কাপের মহারণে নামছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিন মোহনবাগান মাঠে নামবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে, ইস্টবেঙ্গল খেলবে ডেম্পোর বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে ৪টের সময়ে গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ওইদিনই সন্ধে সাড়ে ৭টায় গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলতে নামবেন মোহনবাগান। ম্যাচগুলির লাইভ সম্প্রচার আপনি দেখতে পাবেন @indianfootball ইউটিউব চ্যানেল সহ JioHotstar এবং স্টার স্পোর্টস-এ। এই ম্যাচ চ্যাম্পিয়ন হলে AFC চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার সুযোগ থাকছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File