Mohun Bagan | ম্যাচ না খেলেই সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান! মুখোমুখি হবে ইস্টবেঙ্গল?

Friday, April 18 2025, 1:38 pm
highlightKey Highlights

কলিঙ্গ সুপার কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠলো মোহনবাগান। চার্চিল নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগানকে বাই দেওয়া হয়।


কলিঙ্গ সুপার কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠলো মোহনবাগান। প্রি কোয়ার্টার ফাইনালে বাই পেলো সবুজ মেরুন শিবির। শুক্রবার AIFFর জানায়, আগামী ২০ এপ্রিল কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ ১৬র ম্যাচে মোহনবাগাননের বিরুদ্ধে ম্যাচ ছিল চার্চিল ব্রাদার্স এফসির। কিন্তু সেই ম্যাচ থেকে চার্চিল নাম প্রত্যাহার করে নেওয়ায় মোহনবাগানকে বাই দেওয়া হয়। ফলে সব ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। কারণ কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে দল জিতবে সেই দল কোয়ার্টার ফাইনালে উঠবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File