Mohunbagan vs Jamshedpur FC | আপুইয়ার গোলে উৎসব মাতলো গ্যালারি! জামশেদপুরকে হারিয়ে ISL ফাইনালে উঠলো মোহনবাগান!
Monday, April 7 2025, 6:01 pm

জামশেদপুরের কাছে তাদের ঘরের মাঠে হারের পর এবার নিজেদের ঘরের মাঠে জামশেদপুরকে হারালো মোহনবাগান
প্রতিশোধ নিলো সবুজ মেরুন শিবির। জামশেদপুরের কাছে তাদের ঘরের মাঠে হারের পর এবার নিজেদের ঘরের মাঠে জামশেদপুরকে হারালো মোহনবাগান। আর এই জয়ের ফলে ISL ফাইনালে প্রবেশ করল মোহনবাগান। দুই লেগ মিলিয়ে ৩:২ গোলে জিতে গেল সবুজ মেরুন। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। এদিনের ম্যাচের ৯৪ মিনিটে জামশেদপুরের বক্সের বাইরে থেকে আপুইয়া সেকেন্ড পোস্ট লক্ষ্য করে গোল করেন, এক্ষেত্রে তাঁকে বল বাড়িয়ে দেন অনিরুদ্ধ থাপা। আপুইয়া রালতের গোলের পরে উৎসব শুরু হয়ে যায় মোহনবাগান গ্যালারিতে।