ISL 2024-25 | আইএসএলে দ্বি-মুকুট ! লিগ শিল্ডের পর যুবভারতীতে নকআউট কাপ চ্যাম্পিয়ন মোলিনার মোহনবাগান!

শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে হাজার ষাটেক ভক্তের উদ্বেলিত উচ্ছ্বাসে আইএসএলের ট্রফি হাতে তুললো সবুজ মেরুন।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো মোলিনার মোহনবাগান। একই মরশুমে লিগ শিল্ড এবং আইএসএল নকআউট ট্রফি জেতার নজির গড়লো সবুজ মেরুন। নকআউট ট্রফির প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারলেও সেমিফাইনালে ঘুরে দাঁড়ায় সবুজ মেরুন। বেঙ্গালুরু এফসির মতো দুর্দমনীয় প্রতিপক্ষের বিরুদ্ধে অসাধারন রক্ষণভাগ তৈরী করে তাঁরা। দ্বিতীয়ার্ধে অ্যালবার্তো রডরিগজের গোলে বেঙ্গালুরু এগোলেও ম্যাচে সমতা ফেরান জেসন কামিন্স। নির্ধারিত সময়ের আগেই মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি ২:১ পয়েন্টে জয় নিশ্চিত করেন জেমি ম্যাকলারেন।